• ঠিক এক মাস আগে আমরা ৩ জন (যথাক্রমে অরিজিৎ, আর্য ও কৌশিকী) প্রতিদিন ছবি তোলার একটা প্রচেষ্টা শুরু করেছিলাম, অনেকটা ঠিক খেলাচ্ছলেই। তথাকথিত ‘Collaboration’-র ভাবনা আমাদের ঠিক ছিলো না, কিন্তু প্রকৃতির নিয়মে ধীরে ধীরে বৃহৎ এবং গভীর হতে থাকে আমাদের এই *ছবি নিয়ে ছেলেখেলা*।

      আমরা সিদ্ধান্ত নিই এটাকে একটা বৃত্তে বাঁধার, সেই হিসেবে এক মাসের একটা পরিধিতে বাঁধলাম বিষয়টিকে। অনেক কিছু শিখলাম, অনেক রকমের অভিজ্ঞতা হলো এই এক মাসে। আজকে এই পর্বের শেষ Post এটি। খুব তাড়াতাড়িই এই এক মাসের ছবি নিয়ে ছেলেখেলাটি একটি বই আকারে আসতে চলেছে। যেখানে একত্রে থাকবে তিনজনের মোট ১৮০টি ছবি আর সাথে থাকবে এই এক মাস ধরে ছবি নিয়ে খেলতে খেলতে আমাদের বিভিন্ন চিন্তা-ভাবনার ভাঙা-গড়ার কথা।

      আমরা শখ করে প্রতিদিন এই ছবি তোলার ভাবনাটির নাম দিয়েছি *PHOTOGRAPHY DAILY*

      যার প্রথম বিভাগ এই *ছবি নিয়ে ছেলেখেলা*- (১ মাস, ৩ জন, প্রতিদিন ২টি করে মোট ১৮০ টি ছবি)

      আমরা পরের পর্বের কাজ ইতিমধ্যে শুরু করেছি, যা ক্রমশ প্রকাশ্য।

      আজকের বিষয় – ঐতিহ্য

      অংশগ্রহণে @arijit-biswas @kousiki_jana ও আর্য্য

>