Home Forums Discourse সাদাকালো ছবি

  • সাদাকালো ছবি

    Posted by avi on February 29, 2024 at 1:26 pm

    বর্তমানে যা ছবি তুলছি, বা আগের তোলা ছবি দেখছি, সবই মনে হচ্ছে সাদা কালোতে ঠিক l অন্য রঙের প্ৰয়োজনিয়তা খুঁজে পাচ্ছি না, এর ব্যাখ্যা কি ?

    avi replied 8 months, 3 weeks ago 4 Members · 4 Replies
  • 4 Replies
  • aleek

    Member
    February 29, 2024 at 3:46 pm

    আমার মনে হয় রঙ বাদ দিলে অন্য ছ’টা দৃশ্যাঙ্গের অনুভব আরো স্পষ্ট হয়। রঙ তার বর্ণময়তার জন্যেই বোধহয় দৃশ্যাঙ্গগুলোর মধ্যে সবচেয়ে বেশী নজর কাড়ে। তুই সব এলিমেন্ট দেখছিস বলেই রঙের প্রয়োজন কমছে…

    আসলে রঙের সঙ্গে আলাপেও মিলন বিরহ আছে। কখনো রঙ কাছে আসে। কখনো দূরে সরে যায়…

     

  • arijit-biswas

    Member
    February 29, 2024 at 4:57 pm

    সাদা-কালো ছবিতে তিনটি রঙ (সাদা, কালো ও ধূসর) থাকার কারণে দৃষ্টি খুব বেশি বিক্ষিপ্ত হতে পারে না, ছবিতে স্বাভাবিক ভাবে একটা ভারসাম্য গড়ে ওঠে। তাছাড়া আলোকচিত্র জন্মলগ্ন থেকে বেশ কিছু সময় ধরে সাদা-কালোর জগতে বিচরণ করায় আমাদের মনে এক বিশেষ স্থান অধিকার করে বসে আছে। অপরদিকে রঙিন ছবিতে (যাতে বেশ কিছু রঙের সমাহার আছে) আমাদের দৃষ্টি বেশি বিক্ষিপ্ত হয়ে বা ভারসাম্য সঠিক ভাবে গড়ে উঠতে পরে না। রঙের সঠিক ব্যবহার বেশ কঠিন বলে আমার মনে হয়, যা দেখা ও বোঝার জন্যে দীর্ঘ রেওয়াজ-এর প্রয়োজন।

  • Unknown Member

    Member
    February 29, 2024 at 5:21 pm

    রঙে পৌঁছনোর আগেই স্বাদ মিটে যাচ্ছে…

  • avi

    Member
    February 29, 2024 at 7:18 pm

    ধন্যবাদ সকলকে 🙏

Log in to reply.

>