Tagged: Photograph, photographer, photography
What is a photograph
Posted by Unknown Member on February 26, 2024 at 7:42 pmতথাকথিত Technical defination এবং ব্যক্তিগত ইমোশনাল defination ছাড়া photograph বা ছবিকে কিভাবে define করা যায়? ছবি কি?
subhasish replied 8 months, 3 weeks ago 5 Members · 4 Replies- 4 Replies
Technical আর emotional বাদ দিয়ে আর অন্য কোন দিক দিয়ে দেখা যায় সেটা ভাবা সহজ নয়। কিন্তু চেষ্টা করলে অনেক ভাবেই দেখা যায়….
- রূপ থেকে ভাবে পৌঁছনোর রাস্তা – মূর্তি বা প্রতিমার মতো
- কথ্য ভাষা থেকে আরো উন্নত প্রকাশমাধ্যম
- শক্তি পরিবাহী মাধ্যম
আরো অনেক দিক থেকেই যায়। এবং প্রত্যেক দেখাই নতুনতর দেখার জন্ম দেয়…
যেকোনো সৃষ্টি শিল্পীর দৃষ্টিভঙ্গির পরিচায়ক। ধরাধামে সবকিছুই বর্তমান, কিন্তু আমি যে ছবিটা তুলে কাউকে দেখাতে চাইছি তা কারোর কাজে লাগতে পারে না পারে, গড়তে পারে বা ভাঙতে পারে, তবুও আমার দৃষ্টিভঙ্গিই কথা বলবে তাতে আমি ভালো বা খারাপ ছবি তুলি, কবিতা লিখি অথবা উপন্যাস। শৈল্পিক দক্ষতা এবং কৌশলের অভাব মাধ্যমের দ্বারা প্রকাশের পথে বিঘ্ন আনতে পারে কিন্তু শিল্পীর দৃষ্টিভঙ্গির ছাপ থেকে যাওয়া অনিবার্য।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ফটোগ্রাফি একটা শিল্প যদিও এই মাধ্যমের গভীরতা বা সুচারুতার নাগাল এখনও আমার পেয়ে ওঠা হয়নি। তাও আমার মতে ফটোগ্রাফের সংজ্ঞার মধ্যে এটা থাকা উচিত যে এটা শিল্পীর দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিকে দর্শক অনুধাবন করে মেনে নিতে পারে, ভেঙ্গে – জুড়ে নিতে পারে অথবা পরিহার করতে পারে। তবুও ছবি সৃষ্টির প্রথম উপাদান যে ছবি টা তুলবে তার দৃষ্টিভঙ্গি এতে কোনো সন্দেহ নেই, তাতে কিছু তোলার আছে বলে এবং দেখানোর বা ডকুমেন্ট করার প্রয়োজন আছে বলে ধরা না পড়ত তাহলে ফটোগ্রাফার ছবি টা তুলতই না।
এর পরের বৈশিষ্ট্যগুলি শুরু হয় এর পর থেকে। পোস্টমর্টেমের পরে ফটোগ্রাফারকে ফটোগ্রাফ থেকে আলাদা করে দিলেও ফটোগ্রাফারের দৃষ্টিভঙ্গিই একটা ফটোগ্রাফের জন্ম দেয়।
ছবি হচ্ছে পূর্বে ঘটে যাওয়া কোনো এক মুহূর্তের দৃষ্টিকোণ।
আমার কাছে photograph হলো ঘটমান অতীত।
Log in to reply.