Home › Forums › Discourse › Discourse Member Introduction › Reply To: Discourse Member Introduction
নিজের সম্বন্ধে লেখা, এ-এক কঠিন কাজ।
কারণ আজকের এই লেখা, কালের নিয়মানুসারে পরিবর্তনশীল।
বর্তমান সময় সরণিতে বহু কিছুর সাথে (তাল মিলিয়ে) দৃশ্য দর্শনের মাধ্যমে ভাবনাতে ভর করে বিশ্ব তথা নিজেকে জানার পথে চলেছি।
দেখা যাক, দেখা চলুক।
আজ শনিবার, ২রা চৈত্র ১৪৩০