Home Forums Discourse Discourse Member Introduction Reply To: Discourse Member Introduction

  • falguni

    Member
    April 21, 2024 at 12:20 pm

    খুঁজে চলেছি নিজেকে। খুঁজছি সঙ্গীতের ভাষাতে, খুঁজছি ভিউ ফাইন্ডারের কাঁচের ভেতর দিয়ে। দুই ধারার সঙ্গী দের নিয়ে নিজেকে খোঁজার পথ খুঁজছি। এ খোঁজার শেষ বোধহয় নেই। চলুক…..

    সাধারণ পরিচয় : পেশাগত ভাবে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান দিনের Wedding Photography এর একজন freelancer, সঙ্গীতের শিক্ষার্থী, ‘rishi on ride’ এর একজন সদস্য, এটুকুই পরিচয়।

>