Forum Replies Created
নিজের সম্বন্ধে লেখা, এ-এক কঠিন কাজ।
কারণ আজকের এই লেখা, কালের নিয়মানুসারে পরিবর্তনশীল।
বর্তমান সময় সরণিতে বহু কিছুর সাথে (তাল মিলিয়ে) দৃশ্য দর্শনের মাধ্যমে ভাবনাতে ভর করে বিশ্ব তথা নিজেকে জানার পথে চলেছি।
দেখা যাক, দেখা চলুক।
আজ শনিবার, ২রা চৈত্র ১৪৩০এই discourse আমার একটা গানের কিছু লাইন আমার মনে এলো-
“যেমন সাগর হতে আসে পানি
এই নদীতে ভেসে বেড়ায়
যেথা হতে আসে পানি
তথায় আবার ফিরা যায়
এই জোয়ার ভাটায় ঘোরে ফিরে
তবু সাগর কিন্তু শুকায় নারে ”
মূল গান- কে বলে মানুষ মরে ( কলমে- শাহ সুফি মোহাম্মদ মুনসুর আলী)।
অনেকেরই শোনা, তাও যদি কেউ শুনতে চাও- https://youtu.be/WzcoLCuHMV0সাদা-কালো ছবিতে তিনটি রঙ (সাদা, কালো ও ধূসর) থাকার কারণে দৃষ্টি খুব বেশি বিক্ষিপ্ত হতে পারে না, ছবিতে স্বাভাবিক ভাবে একটা ভারসাম্য গড়ে ওঠে। তাছাড়া আলোকচিত্র জন্মলগ্ন থেকে বেশ কিছু সময় ধরে সাদা-কালোর জগতে বিচরণ করায় আমাদের মনে এক বিশেষ স্থান অধিকার করে বসে আছে। অপরদিকে রঙিন ছবিতে (যাতে বেশ কিছু রঙের সমাহার আছে) আমাদের দৃষ্টি বেশি বিক্ষিপ্ত হয়ে বা ভারসাম্য সঠিক ভাবে গড়ে উঠতে পরে না। রঙের সঠিক ব্যবহার বেশ কঠিন বলে আমার মনে হয়, যা দেখা ও বোঝার জন্যে দীর্ঘ রেওয়াজ-এর প্রয়োজন।