Launching Curated Photography Updates – ফটোগ্রাফির চিঠি
ফটোগ্রাফির চিঠি
Issue 1 | Jan 2025
ফটোগ্রাফিতে উৎসাহীদের একটা বড়ো সমস্যা বিশ্বের ফটোগ্রাফির খোঁজ রাখার জন্য আলাদা সময় বার করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বর্তমানে ইণ্টারনেট দুনিয়ায় সঠিক খবর পাওয়াও খুব একটা সহজ নয়। অথচ সিরিয়াস ফটোগ্রাফি চর্চায় ফটোগ্রাফির হালহকিকত সম্বন্ধে সচেতন থাকা অত্যন্ত জরুরি।
মুলতঃ এই সমস্যার কথা মাথায় রেখেই নতুন বছরে “ঋষি অন রাইড”-এর তরফ থেকে শুরু হচ্ছে “ফটোগ্রাফির চিঠি”। বিশ্বের ফোটোগ্রাফির খবরাখবর, ক্যামেরা লেন্স রিভিউ ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা ‘‘ফটোগ্রাফির চিঠি”-তে অন্তর্ভূক্ত করবো। পাশাপাশি অন্যান্য শিল্পমাধ্যমের দরকারী বা ফটোগ্রাফি সংক্রান্ত বই-এর খবর প্রভৃতি বিষয়ও যোগ হবে।
আপনাদের ব্যস্ত শিডিউলে আমরা আবার একটা জাঙ্ক মেইল বাড়াবো না এই প্রতিশ্রুতি থাকছে। আপনার ফটোগ্রাফি চর্চায় যাতে এই চিঠি কাজে লাগে এই আমাদের প্রয়াস।
আপনারাও চিঠির প্রত্যুত্তরে মেইল এর রিপ্লাই করে আপনাদের মতামত জানাতে দ্বিধা করবেন না। বা এখানেও মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন। লেখালেখি আমরা সাধারণতঃ এড়িয়ে যেতে চাই। তবে দৃশ্যশিল্পচর্চায় খানিক লেখালেখির অভ্যাস থাকলে অনেকটাই সুবিধে হয়। নিজের ছবি প্রকাশের সময় অনেক ফটোগ্রাফারই কাজের ভূমিকা লিখতেও বেশ অসাচ্ছন্দ্য বোধ করেন এ আমার নিজের অভিজ্ঞতা।
একই সঙ্গে জানাই ২০২৫-এ ঋষি অন রাইড আপনাদের কাজ প্রকাশ করতেও বিশেষ মনোযোগ দেবে। ঋষি অন রাইড ওয়েবসাইট, ম্যাগাজিন বা ই-বুক, অডিও-ভিস্যুয়াল ইত্যাদি বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন কাজ প্রকাশের দিকে নজর দেবো। অনুরোধ করবো আপনাদের কাজ (Photographic Series) আমাদের পাঠান।
প্রথম চিঠি আর দীর্ঘায়িত করছি না। এই প্রয়াস আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাহলে আরো উপযোগীভাবে আপনাদের কাছে বিভিন্ন আপডেট জানাতে পারবো।
পাতার শেষে সাবস্ক্রাইব ফর্ম আছে। আপনার নাম আর ই-মেইল ঠিকানা দিলেই ফোটোগ্রাফির চিঠি পৌঁছে যাবে আপনার মেইলবক্সে।
সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। ছবিতে থাকুন।
~ ঋষি
খবরাখবর
ইতিহাসে এই প্রথমবার ইউনিসেফ ফোটো অব দ্য ইয়ার পুরস্কার দুইজন ফোটোগ্রাফার পেলেন যুগ্মবিজয়ী হিসেবে। ইজরায়েলের Shaar-Yashuv এবং প্যালেস্টাইনের Samar Abu Elouf। জেনে নিন এই দুই ফোটোগ্রাফারের কাজ সম্পর্কে।
All year, Associated Press photographers around the globe have captured moments, from the brutality unleashed during extreme weather events to human resilience in the face of hardship, that tell the story of a changing Earth.
Meanwhile, the camera continues to record everything that comes in its way, and without bias: here is a curation of how photographers have responded to events as they enveloped them. They bore witness to erratic weather, disasters, elections, election promises, victories and defeats.
Rishi On Ride in Jan 2025
২০২৫-এ শুরু হচ্ছে Rishi On Ride 5.0 পাঁচটি বিশেষ পরিবর্তন সহ। যার মধ্য প্রকল্প ভিত্তিক শিক্ষা প্রধান। এবার থেকে আমরা প্রতিটি কোর্স বা অন্যান্য শিক্ষামূলক উদ্যোগে আবশ্যিক ভাবে একটি প্রকাশযোগ্য ছবির সিরিজ তৈরি করবো এবং ব্লগ, ইবুক বা অন্যান্য ভাবে সেটি প্রকাশ করবো।
এছাড়াও “আপগ্রেড” শিক্ষাক্রম পুরোপুরি নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। নতুনভাবে সেজে উঠে “বৈঠকe” এবার থেকে “Discourse” নামে পরিচিত হবে।
আমাদের নতুন ওয়েব অ্যাপ এখন থেকে আরো উন্নত কারিগরী ব্যবহার করছে। খুব সহজেই আমাদের সমস্ত কোর্স এবং অন্যান্য কাজে আপনি এখন থেকে অ্যাপ-এর মাধ্যমেই অংশগ্রহণ করতে পারবেন।
ঋষি অন রাইড ৫.০ নতুন বছরে মনোযোগ দিয়েছে প্রকল্প ভিত্তিক শিক্ষার ওপর। অর্থাৎ এখন থেকে প্রতিটা কোর্সে শিক্ষণীয় বিষয়ের আলোচনার সঙ্গে অংশগ্রহণকারীদের একটি ছবির সিরিজ তৈরি করতে হবে। সবার কাজ নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে প্রকাশের পরিকল্পনা করবো।
এই ধারণায় আমাদের প্রথম প্রচেষ্টা পোর্ট্রেট নিয়ে। ফটোগ্রাফিতে পোর্ট্রেট এমন একটি ধরণ যার বৈচিত্র ও গুরুত্ব সেই শুরুর সময় থেকেই অপরিসীম। এবার আমরা পোর্ট্রের যাবতীয় বিষয় নিয়ে একসাথে শুরু করতে চলেছি “Portrait MasterClass”। জানুয়ারী থেকেই সীমিত সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে শুরু হচ্ছে এই কোর্স।
ঋষি অন রাইড প্রতিবছরই চেষ্টা করে বিগত বছরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে শিক্ষাক্রম এবং পদ্ধতিতে জরুরি পরিবর্তন করার। এবছর আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে শুরু করলাম ৫.০
আমরা ২০১৮ সালে প্রথম আপগ্রেড এর যাত্রা শুরু করি। এবছর আপগ্রেড সম্পূর্ণ নতুন ভাবে পরিকল্পিত হয়েছে। প্রকল্প ভিত্তিক শিক্ষার সাথে যোগ হয়েছে Progress Map & Tracking.
শেষ কথা
Taking pictures is like tiptoeing into the kitchen late at night and stealing Oreo cookies.
~ Diane Arbus
Get Curated Photography Update in Your Mailbox
Join our mailing list to get regular photography updates (not more than 5 in a month).
Thank you for subscribing.
Something went wrong.
We respect your privacy and take protecting it seriously