Portrait Masterclass
The most difficult thing for me is a portrait. You have to try and put your camera between the skin of a person and his shirt.
~ Henri Cartier-Bresson
ফোটোগ্রাফার মাত্রেই পোর্ট্রেটের প্রতি একটা আলাদা টান থাকেই। ফোটোগ্রাফির জগতে সেই প্রথম যুগ থেকেই পোর্ট্রেট তোলা হয়েছে অবিরত। সুকুমার শিল্প বা বাণিজ্যিক প্রয়োজন দুভাবেই পোর্ট্রেট নিয়ে কাজ হয়েছে নিয়মিত। মজার বিষয় হল পোর্ট্রেট অঙ্কনশিল্পেরও একটি গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে ফলে পরবর্তীকালে যখন ফোটোগ্রাফি জন্ম নিল অঙ্কনশিল্পের বেশ কিছু মানুষজন বেশ ভয়ই পেয়েছিলেন। কারন ফোটোগ্রাফ যখন কারো পোর্ট্রেট অবিকল তুলতে পারছে তখন কি আর অঙ্কনশিল্পীদের প্রয়োজন হবে?
সময়টা তখন ১৮৪০-৫০। ফোটোগ্রাফির প্রথম যুগে সবচেয়ে বেশি তোলা হত পোর্ট্রেটই। একজন অঙ্কনশিল্পীকে দিয়ে পোর্ট্রেট করানো সাধারণ মানুষের সাধ্যের মধ্যে প্রায় ছিলো না। ফোটোগ্রাফ এসে ব্যাপারটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো। সেই সময় থেকে আজও পোর্ট্রেট তার স্বমহিমায় ফোটোগ্রাফির জগতে অসম্ভব জনপ্রিয় একটি ধারা হয়ে রয়েছে।
সময়ের সাথে সাথে পোর্ট্রেট এর ধারণারও অনেক বিস্তার ও পরিবর্তন হয়েছে। ক্ল্যাসিক পোর্ট্রেট থেকে ফোটোগ্রাফি ধীরে ধীরে আধুনিক পোর্ট্রেট এর দিকে ঝুঁকেছে। মোবাইল ফোন আসার পর পোর্ট্রেট ফোটোগ্রাফিতে আবার নতুন করে জনপ্রিয় হয়েছে সেলফি (সেলফ পোর্ট্রেট)। সাথে সাথে ক্যামেরা আরো অত্যাধুনিক হয়ে ওঠাতে টেকনিক্যাল দিকেও অনেক কিছু খেয়াল রাখার প্রয়োজন হয়ে পড়ছে এই সময়ে। যেমন পোস্ট প্রসেস বা রিটাচিং আগে করা হলেও এই সময়ের মত এত গুরুত্বপূর্ণ ছিলো না। অথবা যদি ফোকাল লেন্থ-এর ব্যবহার এর কথা ধরা যায় – আগে ৭০-৮৫ এই রেঞ্জ-এই মূলতঃ পোর্ট্রেট তোলা হত। তার যুক্তিযুক্ত কারণও ছিলো বা আছে এখনও। তবুও আধুনিক ফোটোগ্রাফিতে পোর্ট্রেট ফোটোগ্রাফিতে অনেকসময়েই ওয়াইড বা আলট্রা ওয়াইড (১০-১৫ মিমি) লেন্সও ব্যবহার হয়। তাতে ডিসটর্শন ছাড়াও ঠিক কী কী পরিবর্তন আসে ছবিতে সেগুলো ভালোভাবে জানা দরকার।
আলোর ব্যবহার ভালো করে না বুঝলে পোর্টেট এ এগোনো মুশকিল। তেমনই ভালো করে বোঝা দরকার মানুষের মুখ বা অন্যান্য যা কিছুরই পোর্ট্রেট তোলা হচ্ছে তার আকার এবং প্রকাশভঙ্গী।
তার পর সবার ওপরে রয়েছে ব্রেসঁ সাহেবের ওই উক্তি – যার অর্থ হল আপনার অনুভব যদি সামনের মানুষটির পোর্ট্রেট তোলার সময় তার মনের বা মননের আন্দাজ না পায় তাহলে সার্থক পোর্ট্রেট হবে কী করে? টেকনিক্যাল জ্ঞান দিয়ে এ রহস্যের সমাধান করা যায় না।
এই সমস্ত কিছু নিয়ে ঠিকঠাক আলোচনা একসাথে একজায়গায় পাওয়া যায় না। সেই উদ্দেশ্যেই পোর্ট্রেট মাস্টারক্লাস ডিজাইন করা হয়েছে।
প্রকল্প ভিত্তিক শিক্ষা (Project Based Learning)
ঋষি অন রাইডের বর্তমান ফোটোগ্রাফি শিক্ষণপদ্ধতি প্রকল্প ভিত্তিক শিক্ষা অনুসরন করে। অর্থাৎ শিক্ষণীয় বিষয়গুলি আলোচনার পরে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি ফোটোগ্রাফি প্রোজেক্ট নিতে হয়ে এবং ছবি তুলে জমা দিতে হয়। এর থেকে সবগুলি বা নির্বাচিত কিছু কাজ ঋষি অন রাইডের বিভিন্ন প্রকাশনামাধ্যম – ব্লগ, ই-বুক বা প্রদর্শনীর মাধ্যমে প্রকাশিত হয়।
পোর্ট্রেট মাস্টারক্লাস একটি ই-বুক প্রোজেক্ট। এই প্রোজেক্টের অংশগ্রহণকারীদের ছবিগুলি ঋষি অন রাইড সম্পাদিত ই-বুকে প্রকাশিত হবে।
What You Will Learn
Throughout the course, you will explore essential concepts such as composition, lighting techniques, and how to effectively communicate with your subjects. We will delve into understanding different styles and approaches to portrait photography, ensuring that you can find your unique voice in this art form. Each lesson will provide you with practical examples, enabling you to apply what you learn immediately.
Course Modules
- Module #1 – Basics of Portrait : Classic & Modern Portrait
- Module #2 – Portrait Techniques : Light, Focal Length, Pose, Composition
- Module #3 – Outdoor Portraits : Lifestyle, Candid, Fashion
- Module #4 – Studio Portraits : Fashion, Product
- Module #5 – Family & Friends : Wedding, Group, Animal
- Module #6 – Portrait Retouching : Photoshop & Lightroom
- Module #7 – Project Initiation – Practical Project Idea for Ebook Publication
- Module #8 – Image Submission : Submission Guideline
Practical Project for Hands-On Experience
A key component of our portrait photography course is the integrated practical project. This hands-on experience allows you to practice your skills in real-time, receiving constructive feedback from peers and instructors. Engaging in this project not only enhances your learning but also builds your confidence as you grow as a photographer. By the end of the course, you will have a stunning portfolio of portrait photographs to showcase your newfound talent.
Join us in transforming your photography skills and take the first step towards becoming a proficient portrait photographer. Sign up today to unlock your creativity!
Project Access
Participation to this project requires Upgrade Membership (Monthly/Quarterly/Yearly Level).
This project is not accessible to Baithake Membership.
Project Content
🔵 All About Portrait
About Instructor
aleek
3 Projects
Project Includes
- 8 Modules
- 1 Challenge