Rishi On Ride 5.0
What is
5.0 ?
In a sense, yes! We always thrive for improvement and analyze our functions regularly. Based on our study and analysis, we try to upgrade existing functions and incorporate new changes. Just like software versions, we give it a version number and keep a changelog of our journey.
Last major change was Rishi On Ride 4.0 rolled out around April, 2024. We incorporated some most needed updates in 4.0
Explore 4.0 here.
There are five major changes in Rishi On Ride 5.0
- Shift to project based learning
- Upgrade (deep learning program) redesigned
- Baithake is now Discourse
- Rishi On Ride Web App
- Extended portfolio support – new website Artfolio
Scroll through the page to know more about the changes.
The major shift in 5.0 is project based learning. All the learning courses on Rishi On Ride will now focus on creating a body of work first and align learning materials accordingly. This will ensure the embedded learning goals to be achieved.
Introduction of Web App will now make the user experience smoother than ever.
Our self hosted social media “Discourse” will now act as the main communication platform offering users popular social media like experience without Ad and Algorithm.
Most of the Rishi On Ride 5.0 features are available FREE. You can join Discourse membership completely free and continue as long as you wish.
Once you feel the need of regular focused learning to upgrade your photography to next level, you can choose Upgrade membership – our deep learning program for a nominal fee.
Explore our membership details here.
The Needful Changes in 5.0
One | Project Based Learning
বিগত এক বছর আমরা ২০০ ঘন্টার ওপর ভিডিও কোর্স তৈরি করেছি যাতে আমাদের সদস্যরা উপযুক্ত বিষয়গুলো নিজেদের প্রয়োজন ও সময়মতো শিখতে পারেন। একেবারে প্রাথমিক বিষয় থেকে শুরু করে ফোটোগ্রাফির গভীরতর বিষয় নিয়ে আমাদের লার্নিং পোর্টালে কোর্সের আকারে আলোচনা রয়েছে।
২০২৫-এ আমরা জোর দেবো প্রকল্প ভিত্তিক শিক্ষার ওপর। অর্থাৎ আমাদের নিয়মিত মাসিক শিক্ষায় আগে একটি ফোটোগ্রাফি প্রোজেক্ট নির্বাচিত হবে। মূলতঃ একটি প্রকাশযোগ্য ছবির সিরিজ তৈরি করা এই প্রোজেক্টগুলির উদ্দেশ্য হবে। প্রোজেক্টের বিষয় অনুযায়ী শিক্ষণীয় বিষয় নির্ধারিত হবে। ফলে নিয়মিত কিছু নতুন কাজের সংগ্রহ আমরা দর্শকদের দেখাতে পারবো। শিক্ষার্থীদের জন্যও তাদের কাজের পোর্টফোলিও তৈরিতে এই পরিবর্তন বিশেষ কাজে লাগবে।
জানুয়ারী থেকে শুরু হচ্ছে “Portrait Masterclass” – ঋষি অন রাইডের প্রথম লার্নিং প্রোজেক্ট। Upgrade সদস্যদের জন্য উপলব্ধ এই প্রোজেক্টে অংশগ্রহণকারীদের ছবি নিয়ে প্রকাশিত হবে ই-বুক।
Two | Redesigned Upgrade Membership
আপগ্রেড ঋষি অন রাইডের প্রথম শিক্ষাপ্রকল্প। ২০১৮ সালে আপগ্রেড শুরু হয় ৬ মাসের সংক্ষিপ্ত যাত্রার আকারে। ২০২৩ সালে ঋষি অন রাইড মেম্বারশিপ চালু হওয়ার সময় আপগ্রেড সদস্যপদ হিসেবে গণ্য হতে শুরু করে। তবে এ সময় সদস্যদের আপগ্রেড শিক্ষাক্রম ঐচ্ছিক ছিলো। সমস্ত সদস্য আপগ্রেড শিক্ষাক্রমের অংশ ছিলেন না। যেহেতু আমরা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে কোর্স তৈরি করেছি নিয়মিত, সদস্যরা সেই সমস্ত শিক্ষাপ্রকল্পে নিজেদের নিয়োজিত রেখেছিলেন।
২০২৫ সালে আপগ্রেড নতুনভাবে পরিকল্পনা করা হয়েছে। বিগত পাঁচ বছরের অভিজ্ঞতায় আমরা যা শিখেছি তার নির্যাস নিয়ে নতুন যে বিষয়গুলো আপগ্রেডকে বিশেষভাবে চিহ্নিত করে তা অনেকটা এইরকম –
- Designed Journey Map – আপগ্রেড সদস্যদের প্রত্যেকের একটি পরিকল্পিত শিক্ষাপথ নির্ধারিত হবে। এর মধ্যে ফোটোগ্রাফির বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ের পড়াশোনা ও ক্ষেত্রগবেষণা অন্তর্ভূক্ত।
- Monthly One-O-One – প্রতিমাসে প্রতি সদস্য মেন্টরের সাথে একক আলোচনায় বসবেন। এতে শিক্ষাক্রম সহ পোর্টফোলিও, একজিবিশান, পাব্লিকেশান ইত্যাদি বিষয় আলোচিত হবে।
- Progress Tracking & Publication – প্রকল্প ভিত্তিক শিক্ষানীতি জন্য প্রতি আপগ্রেড সদস্যের আবশ্যিকভাবে নিয়মিত কাজ প্রকাশ ও তার পরিকল্পনা থাকতে হবে। প্রতি সদস্যের জন্য প্রয়োজনীয় গতি সমান নয়। মাসিক আলোচনায় নির্ধারিত বিষয়গুলি সদস্যের উপযুক্ত গতিতে হচ্ছে কিনা সে বিষয়ে বিশেষ নজর থাকবে।
এর সাথে সাথে আপগ্রেড সদস্যপদের অন্যান্য সুযোগসুবিধা যেমন exhibition, publication, print sale, portfolio support ইত্যাদি যথাযথ গুরুত্বসহকারে থাকবে। এর মধ্যে Portfolio Support আরো পরিমার্জিত ও পরিবর্ধিত রূপে এসেছে যা “ঋষি অন রাইড ৫.০”-তে মূল পরিবর্তন হিসেবে গণ্য হয়েছে।
Upgrade সদস্যপদের সমস্ত সুযোগসুবিধা ও Discourse সদস্যপদ (FREE to Join) সংক্রান্ত সমস্ত বিবরণ আমাদের মেম্বারশিপ পাতায় দেখতে পারেন।
Three | Baithake is now Discourse
বৈঠকe ঋষি অন রাইডের সদস্য কমিউনিটি। বৈঠকe শুরু হয় ২০১৯ সালে। প্রাথমিকভাবে ব্যক্তিগত পরিসরে আলোচনার পর বৈঠকe ফেসবুকে লাইভ হতে থাকে। তারপর ধীরে ধীরে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি তৈরি হয়। ২০২৪-এ ঋষি অন রাইড ৪.০ এর সাথে আমরা ধীরে ধীরে নিজেদের সোশ্যাল মিডিয়া তৈরি করি যা ডিসকোর্স নামে শুরু হয়। এর মূল কারন ফেসবুকের হইহট্টগোল থেকে সরে এসে নিজেদের মত কাজ শেয়ার করা ও মতামত বিনিময়ের জায়গা তৈরি করা।
বৈঠকe কমিউনিটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ১০০ জনের বেশি সদস্য ব্যবহার করেন। তারা সবাই এখনো ডিসকোর্স প্ল্যাটফর্মে আসতে পারেন নি। যদি আপনিও বৈঠকe সদস্য হয়ে থাকেন তাহলে যথাশীঘ্র ডিসকোর্সে যোগ দিন।
বৈঠকe শুরুর সময় থেকেই বিনামূল্যে শুরু হয় এবং এই সদস্যপদ চিরকালই বিনামূল্যে নেওয়া যাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুসারে ডিসকোর্স সদস্যপদও সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ।
আপনার ফোটোগ্রাফি যাত্রায় আরো অগ্রসর হোন ডিসকোর্স সদস্যপদের মাধ্যমে একেবারে বিনামুল্যে!
Four | New App for Mobile & Desktop
ঋষি অন রাইড ৪.০ তেই আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ শুরু করি। কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ-এর কিছু সীমাবদ্ধতা এবং প্রতিনিয়ত সিকিউরিটি জনিত আপডেট এর জন্য অ্যাপ-এরও নিয়মিত কোড আপডেট দরকার পড়ে। ঋষি অন রাইড ওয়েবসাইট অত্যাধুনিক সিকিউরিটি ও অ্যান্টিভাইরাস ব্যবহার করে। তাই এবার আমরা ওয়েবসাইট কেই সহজতম পদ্ধতিতে অ্যাপ হিসেবে চালু করেছি। এই ধরণের অ্যাপ কে “Progressive Web App” বা PWA বলে। সিকিউরিটি এবং অন্যান্য জরুরি বিষয়ের সঙ্গে সমঝোতা না করে এই ধরণের অ্যাপ আরো ভালো ইউজার এক্সপিরিয়েন্স দিতে পারে।
আরো ভালো বিষয় হলো এই অ্যাপ অ্যান্ড্রয়েড বা অ্যাপেল-এর মোবাইল, উইন্ডোজ বা ম্যাক ডেস্কটপ – সব ধরণের প্ল্যাটফর্মে ইন্সটল হতে পারে। এখন থেকে ঋষি অন রাইড ওয়েব অ্যাপ আমাদের সাইট থেকেই ফ্রি ইন্সটল করা যাবে।
- Lightweight
- All features
- No Ads
- Safe & Secure
Discourse App
Five | New Dedicated Website for Portfolio
প্রতিটি সিরিয়াস ফোটোগ্রাফারের আজকের দিনে পরিকল্পিত পোর্টফোলিও প্রয়োজন। এতদিন আমরা মেম্বারদের জন্য ফ্রি গুগল সাইট ব্যবহার করতাম। তাতে ইচ্ছামতো ডিজাইন ব্যবহারের প্রচুর সীমাবদ্ধতা আছে যাতে আর্টিস্টদের কাজ দেখানোর জন্য বেশ সমস্যা হয়। এইজন্য আমরা এবার পোর্টফোলিওর জন্য আলাদা ওয়েবসাইট ব্যবহার করবো। Artfolio ঋষি অন রাইডের নতুন ওয়েব ডিজাইন প্রকল্প। Artfolio–এর মাধ্যমে আমরা কেবলমাত্র শিল্পী এবং সাংস্কৃতিক সংস্থাদের জন্য ওয়েবসাইট ডিজাইন করবো।
ওয়েবসাইট ডিজাইন এইসময়ে বেশ খরচসাপেক্ষ ব্যাপার। অথচ নতুন ফোটোগ্রাফারদের বেশিরভাগ সময়েই সেই অর্থনৈতিক অবস্থা থাকে না। সে বিষয়টি মাথায় রেখে আমরা যথাসম্ভব কম খরচে ওয়েবসাইট তৈরি করছি।
Portfolio Website for Artists
- Multipage Custom Design
- Latest Technology
- Fast & Reliable Server
- Lowest Cost Possible for Artist
- Special Discount for Members
- Delivered in 48 Hours
Get Curated Photography Update in Your Mailbox
Join our mailing list to get regular photography updates (not more than 5 in a month).
Thank you for subscribing.
Something went wrong.
We respect your privacy and take protecting it seriously