Draupadi

ছবি তোলার ক্ষেত্রে রঙ একটা বিশেষ ভূমিকা পালন করে। ছবির ভাষাকে মাত্রা দেয় রঙ। সামগ্রিকভাবে ছবি তোলার মূল ভাবনাকেও দিশা দেখানোর কাজ করে।

এই বিষয় নিয়ে বিস্তারিত চর্চা করতে শুরু হলো ঋষি অন রাইডের রঙের চরিত্র নিয়ে সেশন (ভিসুয়াল ক্যারেক্টার – রং )। চর্চা হল রঙের ব্যবহার, জনমানসে রঙের পরিচয় নিয়ে। প্রধানত ক্যামেরা বস্তুটি যেহেতু পশ্চিমের আবিষ্কার। পশ্চিমের দেশগুলির প্রভাব তাই অনেক বেশি ফটোগ্রাফিতে, বাংলায় বলা ভালো ছবি শিল্পে বা স্থির চিত্রে। পূর্বে নব রস হল ভারতীয় নাট্যশাস্ত্রের অন্যতম মূল কথা। ছবির ক্ষেত্রে ভারতীয় ভাবধারা নিয়ে যে একেবারে কাজ হয়নি তা নয়, অনেকেই কাজ করেছেন বা করে যাচ্ছেন। ঋষি অন রাইডের আমরা কয়েকজন ছবি শিক্ষার্থী এখানে নবরসের ধারা ধরেই ভাবনায় ডুব দিলাম। নিচের ছবিগুলোয়, রঙের এই ভাব নিয়ে কিছু কাজের চেষ্টা রইল।

প্রস্তুতি: মহাভারতের দ্রৌপদী চরিত্র অবলম্বনে এই কাজের শুরু। কাজের রূপরেখা পেতে হাতের কাছে সাহিত্যের দিকে হাত বাড়ালাম। কয়েকটা লেখা পড়তে পড়তে খোঁজ লাগালাম বেশ কিছুদিন আগের পড়া শ্রী দেবাশীষ ভট্টাচার্য্য মহাশয়ের ফেসবুকে লেখা দৌপদীকে নিয়ে পাঁচ পর্বের লেখা। ছবির এই কাজের ধারনা তৈরী করতে ঐ লেখার দান অনস্বীকার্জ।

>