Home › Forums › Discourse › সাদাকালো ছবি › Reply To: সাদাকালো ছবি
সাদা-কালো ছবিতে তিনটি রঙ (সাদা, কালো ও ধূসর) থাকার কারণে দৃষ্টি খুব বেশি বিক্ষিপ্ত হতে পারে না, ছবিতে স্বাভাবিক ভাবে একটা ভারসাম্য গড়ে ওঠে। তাছাড়া আলোকচিত্র জন্মলগ্ন থেকে বেশ কিছু সময় ধরে সাদা-কালোর জগতে বিচরণ করায় আমাদের মনে এক বিশেষ স্থান অধিকার করে বসে আছে। অপরদিকে রঙিন ছবিতে (যাতে বেশ কিছু রঙের সমাহার আছে) আমাদের দৃষ্টি বেশি বিক্ষিপ্ত হয়ে বা ভারসাম্য সঠিক ভাবে গড়ে উঠতে পরে না। রঙের সঠিক ব্যবহার বেশ কঠিন বলে আমার মনে হয়, যা দেখা ও বোঝার জন্যে দীর্ঘ রেওয়াজ-এর প্রয়োজন।