মাধুকরী

Rishi On Ride Core Function Fund

Core Function Fund

Monthly Goal - ₹7,500

46.6%
Support Status
0

Last Updated : 16th Feb, 9.00AM

The fund covers our monthly core function cost. The monthly fund goal is based on the Recurring Recourse & Maintenance costs for the minimum needs to function.

কেন মাধুকরী?

ঋষি অন রাইড একটি অবাণিজ্যিক এবং অলাভজনক সংস্থা। আমাদের সমস্ত শিক্ষামূলক ও অন্যান্য প্রয়াসে সবাই বিনামূল্যে যোগ দিতে পারেন ও সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করতে পারেন।

আমরা বিশ্বাস করি শিক্ষা দানের বিষয়। এর বিক্রয়মূল্য নির্ধারণ করা যায় না। এবং দেশ কাল জাতি ধর্ম অবস্থা ব্যতিরেকে শিক্ষা সবার জন্য সমভাবে উন্মূক্ত হওয়া আবশ্যিক। আমাদের অন্যান্য সমস্ত কাজও একই চিন্তাধারায় পরিচালিত হয়। পাশাপাশি ফটোগ্রাফি চর্চার পরিমণ্ডলে বেশ কিছু বুনিয়াদি ও পরিকাঠামোগত সমস্যা নিয়ে আমরা যথাসাধ্য কাজ করার চেষ্টা করছি। বর্তমানে আমাদের কাজের পরিধি নিম্নলিখিত বিষয়গুলিতে বিন্যস্ত – 

  • Photography Learning
  • Viewer Engagement
  • Photographer Community
  • Photographic Archival
  • Art Collaboration
  • Residential Workspace 

এ সমস্ত পরিষেবা প্রদান করতে আমাদের যা যা প্রয়োজনীয় উপাদান তার সবটা আমরা বিনামূল্যে পাই না। ফলতঃ একটা দৈনন্দিন মাসিক খরচ আমাদের বহন করতে হয়। আমরা বিশ্বাস করি সেই খরচটুকু আমরা সমর্থকদের কাছ থেকে ভিক্ষা করতে পারি। 

Rishi On Ride Core Function Fund ২০২৫ সালের জানুয়ারী থেকে শুরু হয়েছে। এ ভিক্ষাপাত্রের একটি নির্দিষ্ট উর্ধসীমা আছে। আমাদের যেটুকু খরচ হয় আমরা সেটুকুই ভিক্ষাপ্রার্থী।

Effective & Free Solutions

To Common Problems of

Photography Practice

Photography Learning

Visual Grammar & Photography Projects

ই সময়ে দাঁড়িয়ে ফটোগ্রাফারদের মূল সমস্যা প্রকৃত শিক্ষাপদ্ধতির অভাব। নতুন যাঁরা ফটোগ্রাফি শিখতে চান প্রায়শঃই বিভিন্ন বাণিজ্যিক সংস্থা তাদের শৈল্পিক বিকাশের তোয়াক্কা না করে কিছু প্রযুক্তিগত দিক যেমন ক্যামেরা ও লেন্সের গুণাগুণ বা ব্যবহার নিয়েই সীমাবদ্ধ করে রাখেন। কিছু প্রশিক্ষণ সংস্থা এর বাইরে বেরোলেও রক্ষণশীল শিল্প প্রশিক্ষণপদ্ধতির বাইরে বেরোতে পারেন না। ফলে শিক্ষার্থীদের যতটা ক্যামেরা সম্বন্ধে জ্ঞান জন্মায় ততোটা ফটোগ্রাফি মাধ্যম সম্পর্কে জানা হয় না। তাঁদের পুরো যাত্রাটাই একটা গোলমালের পথে পরিচালিত হয়।

এই সমস্যার কথা মাথায় রেখে আমরা ফটোগ্রাফি প্রশিক্ষণ শুরু করেছিলাম ২০১৮ সালে। প্রথম থেকেই আমরা জোর দিয়েছি শিক্ষার্থীদের চিন্তা এবং দেখার ক্ষমতা বিকাশের দিকে। গত পাঁচ বছরে ফটোগ্রাফির Structural বা গঠনগত বিভিন্ন দিক এবং Connotational  বা ব্যঞ্জনাগত নানারকম পদ্ধতি নিয়ে আমরা অবিরাম আলোচনা ও রেওয়াজ করেছি। এর মধ্যে গত বছর থেকে আমরা লাইভ সেশানগুলি রেকর্ডিং করা শুরু করি। বর্তমানে আমাদের লার্নিং পোর্টালে ২০০ ঘণ্টারও বেশি লার্নিং ভিডিও রয়েছে। এবং এ সমস্তই উৎসাহীরা বিনামূল্যে ব্যবহার করতে পারেন।

ফটোগ্রাফি শিক্ষাপদ্ধতি নিয়ে আমরা বিশেষ চিন্তা করি এবং অভিজ্ঞতালব্ধ বিশ্লেষণের মাধ্যমে আমাদের নির্দিষ্ট Learning Method ব্যবহার করি। এছাড়া গতানুগতিক পদ্ধতিতে শিক্ষাকে কেবলমাত্র ক্লাসের আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো বিস্তৃত করার চেষ্টা করি। এই চিন্তা থেকে পড়াশোনার পাশাপাশি আমরা নিজস্ব Exhibition, Publication এবং Print ব্যবস্থা তৈরি করেছি। সদস্যদের কাজ শেয়ার ও গঠনমূলক আলোচনার জন্য আমরা  নিজস্ব সোশ্যাল পোর্টাল Discourse তৈরি করেছি যাতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলির মত সমস্ত সুবিধে আছে। লার্নিং ভিডিওর সঙ্গে এ সমস্তও আমাদের সদস্যরা বিনামূল্যে ব্যবহার করতে পারেন।

আপনি বা আপনার কোন স্বজন বন্ধু ফটোগ্রাফি চর্চায় আগ্রহী হলে আমাদের সাথে যোগ দিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। ঋষি অন রাইডের সদস্য হওয়ার জন্য আমাদের Membership বিভাগ দেখুন।

Viewer Engagement

Photography & Art Appreciation for Viewers

ফটোগ্রাফি প্রদর্শনী

ফটোগ্রাফি বা যে কোন শিল্পই তিনটি পক্ষ নিয়ে তৈরি – শিল্পী, শিল্পকর্ম এবং দর্শক/শ্রোতা। ফটোগ্রাফির ক্ষেত্রে বিশেষ সমস্যা হল দর্শকদের সঙ্গে যোগাযোগের পরিকাঠামো আমাদের বাংলার পরিমণ্ডলে তেমন উন্নত হয়। ফটোগ্রাফিতে দর্শকের সঙ্গে যোগাযোগের চিরাচরিত মূল পদ্ধতি হল ফটোগ্রাফি প্রদর্শনী। প্রচলিতভাবে ফটোগ্রাফি প্রদর্শনী হয়তো শীতকালে কোলকাতা শহরে প্রচুর হয়ে থাকে। কিন্তু সেসব প্রদর্শন খুবই সীমাবদ্ধ দর্শকযোগাযোগ তৈরি করতে পারে। প্রদর্শন কক্ষের বাইরে খোলা আকাশের নীচে প্রদর্শনীর কথা আমরা এখনো তেমন ভাবতে পারিনা। তেমনই ভাবতে পারিনা শহর পেরিয়ে বাংলার গ্রামে গঞ্জে ছবি প্রদর্শনের কথা। সর্বোপরি প্রথাগত গ্যালারী প্রদর্শনী আয়োজন করার খরচ স্বাধীন ফটোগ্রাফারদের পক্ষে জোগাড় করা সবসময় সহজ নয়।

এমতাবস্থায় আমরা পরিকল্পনা করি Nazrana আমাদের নিজস্ব Portable Pop Up Exhibition Format। অত্যন্ত কম খরচে, কম সময়ে, যে কোন জায়গায় ফটোগ্রাফির প্রদর্শনের এই পদ্ধতি অবলম্বন করে আমরা বাংলার বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত ৩০ টিরও বেশি প্রদর্শনী আয়োজন করেছি। এই প্রকল্পে আমরা Canon Indiaজেলার বিভিন্ন ফটোগ্রাফি সংস্থাদের কাছ থেকে অকুণ্ঠ সাহায্য ও সহযোগিতা পেয়েছি।

ফটোগ্রাফি প্রকাশনা

ফটোগ্রাফির দর্শকদের সঙ্গে যোগাযোগের আরেকটি অন্যতম মাধ্যম হল বই। প্রদর্শনীর মতোই ফটোগ্রাফির বই প্রকাশের খরচ সাধারণের সাধ্যের বাইরে। ফলে বহুজাতিক সংস্থার দামী বইয়ের দোকানে সাজানো কফিটেবল ফটোবুক তৈরি করা সবার সামর্থ্যে কুলোয় না। তারপরে আছে তার বিপণন ও বাণিজ্য। সে আরেক ঝকমারি। ফলে অত্যন্ত দরকারী একটা বাংলার আপামর ফটোগ্রাফারদের আয়ত্বের বাইরে থেকে যায়।

ঋষি অন রাইড-এর 2.8 Publication অত্যন্ত সহজে সদস্যদের জন্য ফটোগ্রাফি ই-বুক তৈরি করার ব্যবস্থা করেছে। এবং অনলাইনে ই-বুক পড়ার গতানুগতিক পিডিএফ ডাউনলোড থেকে বেরিয়ে এসে অনলাইন বই পড়ার পদ্ধতিকে নতুনভাবে প্রয়োগ করার চেষ্টা করেছে। আমাদের Library বিভাগে আপনি ঋষি অন রাইডের সদস্যদের ফটোগ্রাফি বই এবং আরো শিল্প সংক্রান্ত অন্যান্য বই বিনামূল্যে পড়তে পারেন।

ফটোগ্রাফি প্রিন্ট

ফটোগ্রাফ যদি প্রিন্ট করে না দেখা যায় তাহলে তার অর্ধেক মজাই মাটি। যাঁরা ফটোগ্রাফির প্রিন্ট দেখতে অভ্যস্ত এ কথা সবাই স্বীকার করবেন। তবু ফটোগ্রাফারদের মধ্যে সাধারণভাবে প্রিন্ট করার অভ্যেস তেমন নেই। আমাদের মনে হয়েছে প্রিন্ট করার আগে ঘরের দেওয়ালে ফটোগ্রাফি প্রিন্ট রাখা বা ফটোগ্রাফি গিফট করার অভ্যেস আরো বেশি করে গড়ে তোলা প্রয়োজন। দৈনন্দিন জীবনে ফটোগ্রাফিক প্রিন্টের প্রয়োজনের সুযোগ তৈরি করতে পারলে ফটোগ্রাফাররা আরও বেশি করে নিজেদের ছবি প্রিন্ট করতে উৎসাহী হবেন। এর সঙ্গে আরো সমস্যা হলো ফটোগ্রাফ সহজে ল্যাব প্রিন্ট করা গেলেও তা দেওয়ালে সাজানো বা ক্যালেণ্ডার ইত্যাদি বানিয়ে গিফট দেওয়ার উপযোগী ভাবে পরিবেশন করতে গেলে আলাদা করে খাটাখাটনি করতে হয়। আজকালকার ব্যস্ত জীবনে সবার সে সময় হয়ে ওঠে না। 

ঋষি অন রাইড এই সমস্যার পরিপ্রেক্ষিতে “Momento – Photography Collectible” শুরু করে ২০২১ সালে। এই সময় থেকে আমরা ফটোগ্রাফারদের ছবি নিয়ে ক্যালেণ্ডার, পোস্টকার্ড ও অন্যান্য Utility Print তৈরি করে চলেছি। সম্প্রতি আমরা আমাদের Template Based Online Design Tool তৈরি করেছি যাতে ফটোগ্রাফাররা নূন্যতম সময়ে আকর্ষনীয় ক্যালেণ্ডার ও অন্যান্য প্রিন্ট নিজেই ডিজাইন করে নিতে পারবেন। সদস্যরা চাইলে নিজেদের ডিজাইন নিজেদের পছন্দমতো জায়গায় প্রিণ্ট করে নিতে পারেন। অথবা দরকার মনে হলে আমাদের প্রিন্ট ও ডেলিভারি ব্যবস্থা ব্যবহার করতে পারেন। আমাদের প্রিণ্ট ও ডেলিভারি পরিষেবা বাজারের মূল্যমত নির্ধারিত এবং আমাদের পক্ষ থেকে অলাভজনক ভাবে পরিচালিত হয়।

Photographer Community

Ambience for Learning, Practice & Growth

এই সময়ে শিল্পচর্চায় দলগত প্রয়াসের ভূমিকা অপরিসীম। জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার ফটোগ্রাফি গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ ইত্যাদি নিয়ে ফটোগ্রাফি চর্চার দলও এই সময়ে কম নয়। তার মধ্যে সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলি বেশিরভাগই ‘ফটো অব দ্য ডে’ বা অন্যান্য ধরনের প্রতিযোগিতার ভিত্তিতে চলে। এর সঙ্গে সোশ্যাল মিডিয়ার অ্যাড, অ্যালগোরিদম এবং অন্যান্য হাজার রকম নিয়ম নিয়ন্ত্রণের মধ্যে প্রকৃত মনোযোগী ফটোগ্রাফি চর্চা ব্যহত হয়। অথচ ডিজিট্যাল দুনিয়ায় কাজ দেখানো, মন্তব্য বা আলোচনা ইত্যাদির জন্য সোশ্যাল মিডিয়ার প্রচলিত ফর্ম্যাট বেশ উপযোগী।

একটা শান্ত, অ্যাড বিহীন, Clean interface সহ সিরিয়াস শিল্পীদের আলোচনা করার মত সোশ্যাল মিডিয়ার অভাব আমরা প্রথম থেকেই অনুভব করেছি। সেই অভাববোধ থেকে Discourse এর শুরু হয়। জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মতই সমস্ত সুবিধেসহ শিল্পীদের নিজস্ব আলোচনার পরিকাঠামো হিসেবে ডিসকোর্স বেশ কিছুদিন চলছে। ঋষি অন রাইডের সমস্ত সদস্যরাই ডিসকোর্সে বিনামূল্যে যোগ দিতে পারেন।

অনলাইন নিজস্ব সোশ্যাল মিডিয়া তৈরির সঙ্গে সঙ্গেই আমরা জোর দিয়েছি দলগত ফটোগ্রাফি প্রোজেক্টের ওপর। আমাদের সমস্ত শিক্ষণ প্রকল্প এখন শিক্ষার্থীদের নিজস্ব এবং দলগত কাজ তৈরি এবং প্রকাশের পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়।

Photographic Archival

Historical Documentations of Social Existence

ফটোগ্রাফি এক অর্থে শিল্পীর আত্মঅনুসন্ধান বা নিজের সঙ্গে কথোপকথন। ছবির মাধ্যমে আমরা নিজের প্রকৃত সত্বাকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। এই যাত্রায় প্রকৃতি, দেশ এবং সমাজের গুরুত্ব কম নয়। আমাদের চরিত্রের অনেকাংশই আমাদের বেড়ে ওঠা ও চারিপাশের প্রকৃতির ওপর নির্ভরশীল। নিজের ব্যক্তিগত অনুসন্ধানমূলক কাজের পাশাপাশি আমরা তাই আমাদের প্রাকৃতিক ও সামাজিক অস্তিত্বের নির্ভরযোগ্য ফটোগ্রাফিক ইতিহাসে আগ্রহী। দুর্ভাগ্যজনক ভাবে অধিকাংশ ফটোগ্রাফাররা তাদের নিজেদের অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস বা প্রাকৃতিক সমস্যাগুলো সম্বন্ধে সচেতন হন না। বৈচিত্রপূর্ণ বাংলার বিভিন্ন অঞ্চল অসাধারণ প্রাকৃতিক ও নৃবৈজ্ঞানিক ইতিহাস বহন করে। এবিষয়ে স্থানীয় ফটোগ্রাফারদের আরো বেশি করে সচেতন হওয়া প্রয়োজন।

এই প্রয়োজন অনুভব করে বেশ কিছু বছর ধরে ঋষি অন রাইড নিজের গ্রাম গুপ্তিপাড়ার দৃশ্যইতিহাস তৈরিতে মন দিয়েছে। এই কাজে কখনো ব্যক্তিগত কখনো দলগত প্রয়াসে বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ফটো ও ভিডিও ফর্ম্যাটে ধরা হয়েছে। সম্প্রতি আমরা শুরু করেছি “Tribes of Guptipara” প্রোজেক্ট। গুপ্তিপাড়া আদি বাসিন্দা বাউড়িদের জীবনযাত্রা তুলে ধরার প্রয়াসে এই কাজ দলগত ভাবে চলছে। পাশাপাশি আমরা সদস্য এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলিকে তাদের নিজেদের অঞ্চলের ফটোগ্রাফিক ডকুমেন্টেশানের পরিকল্পনা ও রূপায়নে সাধ্যমতো সাহায্য করছি।

Art Collaboration

Working Together on Bigger Goals

ফটোগ্রাফি সহ অন্যান্য সমস্ত শিল্পশিক্ষাই এক অন্য মাধ্যমের সঙ্গে গভীর সম্পর্কিত। যেকোন শিল্পমাধ্যম সঠিকভাবে শিখতে হলে অন্যান্য আরো বেশ কিছু শিল্পমাধ্যম সম্পর্কে ভালোমতো ধারণা থাকা নিতান্তই প্রয়োজন হয়ে পড়ে। যেমন ফটোগ্রাফির ক্ষেত্রে সঙ্গীত বা সাহিত্য সম্পর্কে ধারণা থাকলে ফটোগ্রাফির গড়ে ওঠা বোঝা সহজ হয়। সঙ্গীতের এবং সাহিত্যের দুই রকমের ছন্দচরিত্র ফটোগ্রাফিক কম্পোজিশান শিখতে বিশেষ সাহায্য করে। কিন্তু প্রচলিত ফটোগ্রাফি শিক্ষাব্যবস্থায় এই দিকে বিশেষ জোর দেওয়া হয় না। ফটোগ্রাফি স্কুল বা ক্লাবে সঙ্গীত বা সাহিত্যচর্চা আবশ্যিক হয়ে ওঠে না। 

ঋষি অন রাইড বাংলার বিভিন্ন জেলার ফটোগ্রাফি ও সঙ্গীত দলের সঙ্গে সরাসরি কাজ করে। মুর্শিদাবাদ, নদীয়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এর মধ্যে অন্যতম। অঙ্কনশিল্প, নাটক, সাহিত্য ও বিভিন্ন ধারার সঙ্গীত দলের সঙ্গে নিয়মিত কাজের ফলে সদস্যরা তুলনামূলক শিল্পচর্চা বিষয়ে আগ্রহী হতে পারেন। আমরা এই দিকে বিশেষ মনোযোগী এবং নতুন সহযোগী দলের সঙ্গে মিলিতভাবে কাজ করতে সর্বদাই উৎসাহী।

Village Workspace

Residential Working Space for Artists

কোন কোন সময়ে শিল্পচর্চা নির্জনতা চায়। প্রকৃতির সান্নিধ্য চায়। যা আমাদের ব্যস্ত জীবনে আমরা নিজেদের উপহার দিতে পারিনা। এমনকি সপ্তাহান্তে ছবি তোলার জন্য আমাদের জায়গা খুঁজে বেড়াতে হয় প্রতিনিয়ত। অন্যদিকে কোন ব্যক্তি বা দল হয়তো কোন কাজের পরিকল্পনা করছেন – নিশ্চিন্তমনে চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য নিরিবিলি পরিবেশ দরকার। এ প্রয়োজনের উত্তরে আমাদের কাছে ট্যুরিস্ট স্পট বা হোটেল ছাড়া অন্য কিছু উপায় বিশেষ থাকে না। থাকার ব্যবস্থা সহ শিল্পমানসিকতায় তৈরি এমন জায়গা খুব একটা মেলে না।

কোলকাতা থেকে প্রায় ৯০ কিমি দূরে হুগলী জেলার গুপ্তিপাড়ায় ঋষি অন রাইড বিগত কয়েক বছর ধরে একটি Residential Art Space গঠন করে চলেছে। বর্তমানে দুটি ঘর, রান্নার ব্যবস্থা ও অন্যান্য জরুরি সুযোগ সুবিধে সহ চারজনের থাকার ব্যবস্থা রয়েছে। ঋষি অন রাইডের সদস্যরা এখানে বিনামূল্যে থাকতে পারেন ও নিবিড় প্রকৃতির সাহচর্যে নিজেদের শিল্পমাধ্যমকে আরো গভীরভাবে আবিস্কার করতে পারেন। 

Core Function Fund

Monthly Goal - ₹7,500

46.6%
Support Status
0

Last Updated : 16th Feb, 9.00AM

The fund covers our monthly core function cost. The monthly fund goal is based on the below Recurring Recourse & Maintenance costs.

₹ Website & App Cost

Fast & reliable hosting
Safe & secure domain

₹ Cloud Workspace Cost

Cloud storage
Online meet with recording

₹ Connectivity Cost

Broadband connection
Laptop & other devices

₹ Residential Workspace Cost

Studio rent & maintenance
Human resource

মাধুকরী তথ্য গোপনীয়তা

ঋষি অন রাইড কৃতজ্ঞতাস্বরূপ আপনার নাম, উৎসর্গ সংক্রান্ত নাম এবং মন্তব্য প্রকাশিত করে। আপনার ইমেইল, মোবাইল নাম্বার এবং দানের অর্থমূল্য কখনোই প্রকাশিত হয় না।

আপনি চাইলে আপনার নামও গোপন রাখতে পারেন । ডোনেশান ফর্ম-এ নাম প্রকাশের প্রশ্নে নিষেধ করলে আপনার মাধুকরী দান সংক্রান্ত কোন তথ্যই প্রকাশিত হবে না

প্রিয়জনকে উৎসর্গ করুন

আপনি মাধুকরী দান আপনার প্রিয়জনকে উৎসর্গ করতে পারেন। “Leave a Comment” অংশে আপনার প্রিয়জন বা উৎসর্গ সম্পর্কে কিছু লিখতে পারেন।

ঋষি অন রাইডের জন্য শুভেচ্ছা, মতামত বা কিছু উপদেশ লিখতে চাইলে “Leave a Comment” অংশে লিখতে পারেন।

Thank You for Your Support!

We Appreciate Your Generosity from the Core of Our Heart!

>