Holud Chhatim Gondho

হলুদ ছাতিমগন্ধ

১।

তোরঙ্গ খুলে আজরে নেয়া
বাসি কাগজের স্তুপ
আর দেশলাই হাতে নিয়ে
নির্বাচনে দেরি করতে নেই
হৃদয় ফেরাতে নেই আয়নার গায়ে

এমনি হাওয়ায় ভেসে যাবে ভেবে ভেবে
পাতারা হলুদ হয়, বাঁশি বাজে দখিনের গাঁয়ে
তখনি শহর জুড়ে ছাতিমেরা আসে
মধ্যরাতে
প্রবল বিশ্বাসে ছড়ানো
অগুনতি টুকরো টুকরো ভয়

২।

অভ্যাসের ভিড় সরে গেলে
ধীরে ধীরে আঁধারের কাছে এসে থামি

শহরের রাস্তায় রাস্তায়
হলুদ গন্ধের মত অমলিন
হেমন্তের অবাধ আনাগোনা

মাঝরাতে হঠাৎ কোনদিন
বাইপাসে জানলার ধারে
হংসধ্বনি গেয়ে উঠলেন
ওস্তাদ রশিদ খান

অন্ধকার ঘরের ভিতর
মধ্যমে ধৈবতে দৈনন্দিন
ধুলোটে আলাপ শুরু হলো

বাতিল স্বরেদের
আজও কোন প্রকৃত ইস্তেহার নেই

৩।

একখণ্ড প্রবল চিৎকার
কপালের মাঝখানে
স্থির হয়ে আছে
বেশ কিছুদিন
চৌকাঠে বিপন্ন আঘ্রাণ
ধুলোটে বালিশ বিছানা
শরীরী আস্বাদ ভুলে গেছে

মাঝরাতে অরণ্য আর আমি
অভ্যাসমত
কাঁধে মাথা রাখি
এতদিন পরে
দুজনেই মনে মনে জানি

পরিযায়ী পাখিদের
ডাকনাম গোলাপকুঁড়ি
ভালো নাম
তথাগত

৪।

এখানে কিছুদিন
হলুদ আকাশ দেখি রোজ
এখানে কিছুদিন
অনুভব মাধুকরী পায়

সেদিন গাছের কাছে
কতখানি ক্ষমা ছিলো
কতখানি ক্ষয়
ছাতিমের গন্ধ জানে
কখন নিষাদ জুড়ে
মেঘেরা যমুনা হয়ে যায়

পিছল কলতলায়
কোনক্রমে স্নান সেরে নিই
এখানে কিছুদিন
অন্নের নির্বেদ আশ্রয়

৫।

আকিঞ্চন জলে ভেসে থাকো
দেখো স্রোত কোনদিকে যায়
চরাচর জুড়ে ঘোর বৃষ্টি হোক
ভেসে যাক অর্জিত প্রত্যয়

অথবা চলেই গেলে ধরো
দড়িতে গামছা মেলা থাক
আজন্ম সঞ্চয় ফেলে
পেরিয়ে দাঁড়ালে কাঁটাতার

ছাতিমের ঘ্রাণ জুড়ে জুড়ে
বীতশোক আদিম বিস্ময়